একটা জাদুর আয়না যদি পেতাম
বারবার তাকিয়ে তোমাকেই শুধু দেখতাম
হারালেও খুঁজে নিতাম সেই আয়নায়


জীবনের পাঠ যদি হতো সাদামাটা
তোমাকে পাবার পথে থাকতো না কাঁটা
কত রূপে দেখে নিতাম শত বায়নায়


আমার চোখে যদি নামে শ্রাবণের ঢল
তারপরও থাকবো তোমাতেই অবিচল
আসল নকল তুমি বুঝে নিও কান্নায়


০৮/২০/২৩
০২ঃ৩০ রাত