ওগো চঞ্চলা মেয়ে মাধবী লতা
শুনে যাও কয়ে যাও মনের কথা
কথার কথাটি ভেবে চলে যেও না


বুকের জমিনে আছে একটি ক্ষত
সেই দাগ ক্রমেক্রমে হচ্ছে পরিণত
চোখের কাজল জলে ঢেকে দাও না


একটি নদী গেছে দু'চোখ বেয়ে
কালবেলা বয়ে চলে তার পানে চেয়ে
বিরহ ভুলিয়ে দিতে ফিরে চাও না


০৮/০৬/১৮
০৭ঃ২৮ সন্ধ্যা