ভালোবাসা যেনো এক মরণব্যাধি
সে ব্যাধিতে নেই কোন ওষুধের কাজ
তুমি তুমি তুমি বলে এ বুকের গহীন কোণে
ধ্বনিত হয় একই সে আওয়াজ
আকাশও শব্দ তোলে মেঘেদের কোলাহলে
ঢেউয়ের শব্দ হলে তাকে গর্জন বলে
কত ব্যথা চেপে যায় তরঙ্গের সে ভাঁজ
কোন সে বিরহ ব্যাথা
পথ খুঁজে হয়েছে মরিয়া
পাইনা খুঁজে তারে যে আমার দরদিয়া
শব্দ বিহীন ওড়ে কত পাখি
রাখে না তার কোন ছাপ
বোবাকান্নায় কেঁদে ভাসাই বুক
পড়ে না বন্ধুজনে কোন উত্তাপ
বিপদে বন্ধু নাই-
সুসময়ে কি তার কাজ
০৬/১০/২৩
০১ঃ১৬ রাত