ধরেছি আমি তোমার হাত এই রাঙা প্রভাতে
চলিতে চাই পায়ে পায়ে তোমারই সাথে
কোরো না হেলা বিরহ বেলা এই আমারে
ঢেউয়ে ঢেউয়ে পাল্লা দেইনি, হইনি উদাস হাওয়ায়
গানে গানে মুগ্ধ হয়েছি খুঁজেছি আশা, না পাওয়ায়
পুষ্প মালতি উঠিছে দুলে ভ্রমরের পদ ভারে
আমি কি তোমার প্রাণের মাঝে আছি কি গো নাই
এমন দিনে প্রাণের আকুতি সে কথাটা জানতে চাই
সন্ধ্যা তারার প্রদীপ হয়ে আলোকিত কর আঁধারে
০৭/০৫/১৮
০২ঃ০৮ রাত