ওগো ঝড়ো হাওয়া
তুমি কও কানে কানে
সে লুকিয়ে আছে কোন অভিমানে


ওগো দীর্ঘ রজনী
আমি শুনি জোছনার পদধ্বনি
হারানোর ব্যথা শুধু এ মন জানে


ভালোবেসে যদি তুমি হতে চাও চাঁদ
সইতে হয় কত ঘাত প্রতিঘাত
এ বিরহ ব্যথা আমি রাখি কোন খানে


১৩/০৪/১৯
১১ঃ০৮ রাত