ভোরের আলোয় অবাক সে ফুল ফুটুক
ফুলের সুবাস আমার না হয় জুটুক
আমি তোমার হতে হই মরিয়া প্রাণে
ভালোবাসি এই কথাটা কহ আমার কানে
বাজিয়ে বাঁশি গান ধরিয়া উঠিছে ফুল দুলে
মনের কথা কই গো তারে পরাণখানি খুলে
তবুও সে দেয় না ধরা গোপণ অভিমানে
ভালোবাসি এই কথাটা কহ আমার কানে
আমি তো আকাশ ছিলাম নিত্য তার চোখে
সে আকাশ মলিন হলো কি বিরহ শোকে
এ কথা তোমার মতো বসন্তও জানে
ভালোবাসি এই কথাটা কহ আমার কানে
১৭/০২/২০২০