সখিনার সাদা চুল
তবু খোঁপায় গুঁজেছে ফুল
এই বয়সে কেউ তার প্রেমে পড়ে না


পুতুল খেলার ছলে তার বিয়েটা সারা
বিয়ের বয়সে হলো স্বামী হারা
এরপর কেউ তার হাতটিও ধরে না


তারপর, আরো কত পর আসে
চোখের জলে ভাসে বারোমাসে
তবু চোখের পাতা নড়ে না


২৩/০৩/১৯
০২ঃ২১ রাত