কেন তবে আলো হয়ে সরে রই আঁধারে
কেন তবে মেঘে মেঘে ভেসে রই কিনারে
কেন তবে বাঁশি হয়ে সুর ছাড়া বাজি
আমার আমিটি যেনো বোকার কারসাজি


রোজ রোজ হররোজ তুমি আমি এক
যখনই বিভেদ হয় সামনে বিবেক
মরুভূমি জলে ভিজে নদী হয় খাঁখাঁ
আমাতে তোমাতে চেপে যায়নি তো রাখা


নিয়মটা নিয়মে দমে, অনিয়ম চলে পুরোদমে
এই মনে সমুদয় আশার আবেগ জমে
আমি সেই ক্ষীণ আশার দীপ জ্বেলেছি
তোমার চোখে আকাশ পেতে এই চোখ মেলেছি


২৫/০১/২০২০