রঙ লাগিলো বন্ধুর গায়ে বসন্ত ফাগুনে
আমারে তাই ভুলেই গেলি কেমনে দিনেদিনে
পাষাণ তোরে ভুলতে গেলে আমার হইতো জ্বালা
জ্বলতে জ্বলতে অঙ্গার এখন দেহ পুড়ে কালা
আমিও আজ নিথর হইলাম মন উচাটনে
নিদয়ারে বেসে ভালো আমার নাইরে সুখ
বুকটা আমার খানখান করে করিলি বিমুখ
অন্তর জুড়ে ক্ষত পুষে কেঁদে যাই গোপনে
১৮/০৩/২০২১
১২ঃ২০ রাত