তোমার জন্য কাঁদিবো আমি, চোখের জল ফেলিবো
ভালোবাসি এই কথাটা কেমন করে বলিবো
কোন কারণে যাওগো তুমি আমায় ছেড়ে দূরে
মনেতে লইলে আমায় ফিরে আসো বছর ঘুরে
বুকের ভেতর গহীন কোনে তোমায় ধরে রাখিবো
তুমি আমার মনের বেদন বুঝিতে কি পারো?
মনে মনে সঙ্গোপনে বাড়ে ব্যথা আরো
বুকে জমানো ক্ষত কেমন করে ঢাকিবো
০৬/০২/২০ ইং