চোখের জলে কাব্য লিখে
গল্প হলাম চারিদিকে
সে নাকি তার খবর রাখে না ||


চিঠি দিলাম তার নামে
সে থাকে আজ নতুন ধামে
যে ধামে এ নামে তারে কেউ ডাকে না ||


চলতে ফিরতে হঠাৎ একদিন
সেদিন এ মন বিরহে লীন
আমায় দেখেও সে মুখ ঢাকে না ||


২৩/০৫/১৮
০৭ঃ২৫ সন্ধ্যা