চাঁদনি রাইতে বন্ধুরে তোর
জোছনামাখা হাসি
বইলা দিছি দিবানিশি
তোরে ভালোবাসি


উতল হইলাম তোরই প্রেমে
মাতাল হইলাম গো
তোর কারণে পিরিতের রোগ
আছর করছে গো
ঝাড়ফুঁকেতে রোগ সারে না-
হই আরো উদাসী


আমার মনে বিরাজিত
তোর দেয়া সে মন
এক মনেতে আরেক মন
করে আলিঙ্গন
ভালোবাসা নিরেট খাসা-
জমে রাশিরাশি


১৭/০৫/২০২১
১২ঃ২৫ রাত