আমি চোখ ঢাকিয়া চলি ফিরি
তোমায় দেখে লজ্জ্বা পাই
কেমন রসিক নদীর জলে ভালোবাসা খুঁজতে যাই
শান্ত প্রহর দীঘির জলে মাছরাঙা দেয় ডুব
কেঁপে ওঠে ঢেউয়ের মত দেখতে অপরূপ
বেলা শেষেও মেঘের খেলা ফিরে ফিরে চাই
আমি আমার ভেতর নাই
আমি জলের ভেতর নাই
আমি মেঘের ভেতর নাই
চোখের জলে নিয়ম মানার বাধ্যকতা নাই
পাতার মত ঝরে পড়ি, সতেজ জীবন ছেড়ে
আমিতো নই সবুজ পাতা, গেলাম নাকি হেরে?
ঝরা পাতার কাব্য লিখে দিবস ভুলে যাই
০৩/০৬/১৮
০৩ঃ২৫ রাত