নিজ হাতে স্রষ্টা দিয়াছিল গড়ে পুণ্যবতী এক নারী
মায়ের জন্য একরাশ ভালোবাসা বুকে লালন করি
আল্লাহর পর বারবার আসে আমার মায়ের নাম
হাসলে মা খোদা যেন হাসে দুলে ওঠে সারা জাহান


আমার জন্য কেটে যেত মায়ের দিনের সারাবেলা
কখনো জাগেনি মায়ের মনে লেশমাত্র অবহেলা
এমন কেউ নাই দুনিয়াতে মায়ের সমানে সমান


কেউ কি পারো দেখাতে এমন কোন ধর্ম
যেথায় হেয় করা হয় জান্নাতি মায়ের মর্ম


সন্তান যেন দুধেভাতে থাকে মায়ের সেরা কামনা
পরজনমে হোক মায়ের সাথে দেখা এমনই আরাধনা
বিধাতা তোমায় ফরিয়াদ করি কবুল কর এই বিধান



১২/০৫/২০২০
০১ঃ৪৫ মধ্যরাত