পরাণ একটা যাদুর পাখি
তোমায় আমি পরাণ ডাকি
বুকেতে জড়াইয়া রাখি কত আদরে
আমার সোনার ময়নারে
ফাগুন বসন্ত কালে
মাতাল কোকিল ডাকে তালে
বিষম পিরিতির প্যারা ভাসায়-ডোবায় আমারে
নিঃশ্বাসেতে নাই ভরসা
তবু কেন মিছে আশা
এতো আশা ভালোবাসা কে বুঝিতে পারে?
০৩/০৭/২০২০
০১:৪৮ রাত