বৃষ্টি না এলে কি করে বুঝতাম
আজ বিরহ দিন
তুমিহীন এই ক্ষণ কতটা মলিন


অতীত স্মৃতি মনে পড়ে যায়
বুক জুড়ে হাহাকার কাঁদায় আমায়
তুমি সাথে থাকা দিন ছিল অমলিন


হয়তো আকাশ ঝরবে আবার
হবে কি ভাগ্যে বল তোমাকে পাবার
তুমি এলে এ জীবন হবে রঙিন


৩০/০৬/২৪