হুন বাঙালী হুন,
হাকিস্তানি করি গেছিল তিরিশ লাখ খুন
দ'মি যাই ন' ত' আন্ডা আগাইছি দ্বিগুণ
রক্তে আন্ডা বীরের জাতি ইয়েন এক্কেন গুন


হরাণ দিছে ভাষার লাই
সালাম রফিক বরকত ভাই
বছর বছর আইয়ে গুরি আরেক হাল্গুন
(রক্তে আন্ডা বীরের জাতি ইয়েন এক্কেন গুন)


হুত আরাঅইয়া মার কতা কেন্নে যামু ভুলি
ইজ্জ্বত দিছে বইনে আঁর কারে কমু খুলি
বোবা অই গেছে বাপ হেইদিনেত্তুন
(হাকিস্তানি করি গেছিল তিরিশ লাখ খুন)


একাত্তুরে দেশ আছিল কারবালার মত
জোয়ার ভাটা আইয়ে দইরার রাই যায় ক্ষত
ঘুম ভাঙ্গি যায় আবাজ আইলে কলের ইঞ্জিলতুন
(হাকিস্তানি করি গেছিল তিরিশ লাখ খুন)


বীর বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম
ইতিআসের হাতায় আন্ডা লেই রাইখলাম
কত্ত সাবাস কত্ত বুদ্ধি ছোডবেলাত্তুন
(রক্তে আন্ডা বীরের জাতি ইয়েন এক্কেন গুন)


এই দেশেত্তে প্রীতিলতা, বেগম রোকেয়া
কত্ত কত মহীয়সী চোখে যায় দেয়া
কারে বাদ দি কার কতা কই বেজ্ঞুনেত্তুন
(রক্তে আন্ডা বীরের জাতি ইয়েন এক্কেন গুন)


মাছে ভাতে বাঙালি আন্ডা গর্ব করি কই
যেত অভাব থাইকবো থ'ক সুখের কাঙাল নই
আঁর দেশের মাডি রে ভাই খাঁটি হোনাত্তুন
(হাকিস্তানি করি গেছিল তিরিশ লাখ খুন)


এত্ত সোন্দর বাংলাদেশ দেইখবি যদি আয়
হুল হসল আর সবুজ মায়ায় হরাণ' জুয়ায়
বিশ্ববাসী কান খুলি আরঅ একবার হুন
(রক্তে আন্ডা বীরের জাতি ইয়েন এক্কেন গুন)


২৯/০৩/২০২০
০৩ঃ৩৪ দুপুর