যে থাকে হৃদয়ে আমার
সে আপন না হলো
এক সাগর বেদনার জলে
সবই হলো এলোমেলো
এতো অবহেলা এতো বিরহ
সইতে পারিনা প্রত্যহ
আমার দুঃখে সে কি সুখ পেলো
একি তবে নিয়মের ফের
দুঃখ-সুখ সবই হৃদয়ের
যাতনা আমায় কুড়েকুড়ে খেলো
আমার বিরহ ব্যথা
বোঝে না আদবকেতা
সাজানো বাগান জ্বলেপুড়ে ছারখার করে গেলো
০৩/০৪/১৯
০১ঃ২৩ অপরাহ্ন