সে আমায় কাছে টানে, দূরেও দেয় ঠেলে
কোন সে কারণ জানি, লাগে গোলমেলে
অন্তরে মৌমাছি করে গুঞ্জন
আমিতো ভালো আছি, তুমি কেমন?


আকাশের ঠিকানাতে লিখতে চিঠি
আমার পানে চেয়ে হাসে মিটিমিটি
ওই দূর তারাদের কত কি কথন!


আজও তবু খুঁজে ফিরি, সে যেনো কে?
তোমাকে মনে করে কবিতা লেখে
বাতাসটা ধেইধেই আসে শনশন


১৩ ফেব্রুয়ারি, ২০২৫খ্রিঃ
০৩ঃ০৫ দুপুর