মনের একটা পুতুল ছবি বানাইয়া
পুতুলটারে মানুষ রূপে সাজাইয়া
পুতুল মানুষ, মানুষ পুতুল, একই নজরদারী
আজব দুনিয়াদারি, এমন হাওয়ার গাড়ী।।


আকাশে স্বপ্ন মেশে, চোখ তবু একপেশে
লাল নীল হলুদের কত সমাহার
বলোতো বসন্ত হাওয়া কি বেদনা তার
সে আমারে ডাকেনি তো, আমি ডেকে মরি
আজব দুনিয়াদারি, এমন হাওয়ার গাড়ী।।


গানে গানে ফাগুন আনে আরদিনে হয়না পাওয়া
মনের ভেতর পুষি, বারবার তাই ডেকে যাওয়া


আলো আঁধারে কিবা জোছনায় যে সন্ন্যাসী
মনের পুতুল হাঁক ছেড়ে বলে ভালোবাসি
আমি কি সন্ন্যাসী? তুমি কি পুতুল? পুরুষ কিংবা নারী
আজব দুনিয়াদারি, এমন হাওয়ার গাড়ী।।


২৯/১২/১৮
১০ঃ০৫