কিছু কথা তোকে বলবো বলে
কিছু কথা তোর শুনবো বলে
তোকে সাথে করে চলছি হাজার বছর


কানকথাটি যেই হলো কানাকানি
জানপাখিটার মন হলো জানাজানি
হৃদয়ের মাঝে নেই কোন অবসর


পরাণের কত কথার কাকলি
ভালোবাসি কথাটি কি করে বলি
গানে গানে কাটুক অচেনা প্রহর


০৪/০৩/২০২০
০৩ঃ৫০ অপরাহ্ন