তোমার মতো ভুল করিনি গোলাপ ভালোবেসে
মুগ্ধতার এক পুরাণ গাঁথা চলছে জীবন ঘেঁষে


ফুলের বাসে বিমোহিত নজরকাড়া বেশ
মাঠের সবুজ পাখির গানে রয়েছে তার রেশ
ক্লান্ত বিকেল রাঙিয়ে তুলি গোধূলির আবেশে


একতারা সুর কিশোরবেলা কবেই গেছে হেরে
স্বপ্নে পাওয়া বিলাসবাগান মুহূর্তে যায় ছেড়ে


আমার হয়নি কাছে পাওয়া, তোমার কাছে যাওয়া
হয়নি আজও এই জীবনে ফুলের বাসর ছাওয়া
ভুল সাগরে বিদায়বেলা সকরুণে মেশে


২৯/০৫/১৮
১২ঃ৪৫ রাত