আমার দুইটি পাথরের চোখে
জোয়ারভাটাই দেখে শুধু লোকে
ভালোবাসা কেউ দেখে না


মনের ভেতর বাজে বিরহের সুর
একই পথে আসে রোজ ভেসে বহুদূর
যার যায় তার যায় কেউ বোঝে না


ওরেও গানের রাজা একটা গান গা'না
আমার মনের খবর তোরই তো জানা
যে দেখে অবয়ব মন খোঁজে না


১০/০৪/১৯
১২ঃ১৫ রাত