পাতা সবুজ বলে ফুল হলো লাল
খোঁপায় গেঁথে রেখে গন্ধে মাতাল
আমিও ধন্ধে পড়ি আলো-আঁধারে
যে আমার মন কাড়ে চিনি কি তারে
বর্ষার কদম্বফুল কত কি জানে
চাতক নেশায় থাকি আকাশের পানে
ওরেও গগন তুই গলা ছেড়ে গা'রে
আর কেউ যেন মোরে না ভুলিতে পারে
চাঁদের জোছনা লুটে জোনাকির দল
নাচে গানে বিমোহিত নয়ন যুগল
এমন আঁধার ঘোরে খুঁজে যায় কারে
আমিও খুঁজে ফিরি শত অজানারে
১৮/০৫/১৮
০১ঃ০০ রাত