যারে চাইগো আমি মনে মনে
ধরা সে দেয় চোখের কোণে
বিলাস বনে বারেবারে এসো


ফাগুন হাওয়ার কানে কানে
মন মহুয়ার গানে গানে
তারার টানে অবাক হয়ে হেসো


চমকিত সুর খেলে যায়
নয়ন তবু চোখ মেলে চায়
পারো যদি নিরেট ভালোবেসো


গানের পাখি প্রাণের পাখি
সুরের পাখি যায় যে ডাকি
প্রাণে প্রাণে মূর্ছনাতে ভেসো


২০/০৩/১৯
০১ঃ২২ রাত