এমন একটা আকাশ পেলাম
তার মাঝে হারিয়ে গেলাম
চোখের তারায় তারায়
ফাগুন দিনে আগুন পেলাম
রঙের মেলায় হারিয়ে গেলাম
অপূর্ণতায় খুঁজেছিলাম তোমায় আপন ধারায়
আমি আছি যেমন একা একা
সবুজ পাতায় লাল রঙে এক কাব্য হলো লেখা
পথ ভুলে আজ পথেই থাকি
সরল গরল গল্প আঁকি
গদ্যে পদ্যে বিভেদ টানি, তোমার মাঝে আমায়
৩০/০৬/১৮
০৩ঃ৫৭ মাতাল রাত