ও বউ খাইবানি গো পান
ঠোঁট রাঙাইয়া রেনি চাইলে-
ফাডি যায় পরাণ


নূপুর পরি হাঁটি গেলে
ঝুন্নুর ঝুন্নুর বাজে
লাল পাড়ের কাতান শাড়ি
পিন্দিয়া বউ সাজে
আঁর নাচের ময়ূরপঙ্খী-
দিলে মাইরলা টান


মনের ভিত্তে ভাদো মাস
কতা কইবো ঠাসঠাস
বাপের বাড়িত নাইওর গেলে-
লাগেরে আনচান


গেরাম বাছা বউ আঁর
লম্বা চুলের বেণি
রূপে-গুনে সুন্দর নারী
দেইখলে আইয়েন হেনী
কি সুরেলা গানের পাখি-
করি গুনগান।


২৭/০৪/২০২১
০৩ঃ০০ ভোররাত