আমার আকাশে আজ উঠেনি চাঁদ
আলোহীন ধরণীতে প্রাণের নিনাদ
চাঁদ নাই তুমি নাই আঁধারে হারাই
শুনশান নীরবতা শব্দে সারাই


কতকাল মনে ঝড় রেখেছি পুষে
ভালোবাসা অটুট তবু একই মানুষে
আরেক জনম যদি এই দেহে পাই
তোমার আগে আমি মরে যেতে চাই


গাঁথা মালা গলে পরায় বাগিচার ফুলে
কে তোমারে আপন করে তিন কবুলে
ভালোবাসাহীন আমি আজ আশা নাই
দিনেদিনে ক্রমেক্রমে একা হয়ে যাই


০৯/০৬/১৮
০৩ঃ১০  অপরাহ্ন