যদি পথ ভুলে যাই
চরণের কি দায়
যদি কান্না ভুলে যাই
চোখের কি আসে যায়
ভাবনার জালে বন্দি হয়ে
নিজেই ভুলেছি আমায়
মেঘ হয়ে ছুঁয়ে দাও, কোমল বরষায়
এইতো জীবন, এইতো জীবন
পাথুরে নদীর কাছে
পুনঃ পুনঃ বৃষ্টি মিছে
বাঁধ ভেঙ্গে ছুটে যায়
বেদনার প্লাবন, উপসী শ্রাবণ
এইতো জীবন, এইতো জীবন
গতিহীন জীবনের নামে
আহ্লাদ তুলে দেই নিলামে
রোজকার ভাবনায় হররোজ প্রহসন
হায়রে জীবন, হায়রে জীবন
২১।০৯।২০১৪