নূপুরের রিনিঝিনি প্রতিদিনই কানে বাজে
সে ধ্বনি মাতাল করে এই আমাকে
শব্দ বিহীন ইশারাতে প্রকাশ করে ইচ্ছেটাকে।।


গল্প বলার ধরণ পেতে বাতাসে কান পাতি
সেই গল্পের খোরাক হতে আনন্দেতে মাতি
অচিন মানুষ বিরামপুরে আমায় শুধু ডাকে
সে ধ্বনি মাতাল করে এই আমাকে।।


আমি তোমার খবর জানতে এই পথের শেষ প্রান্তে
গানে গানে আপন করি তোমায় কাছে টানতে
তুমি বিহীন এই আমাকে কে মনে রাখে
সে ধ্বনি মাতাল করে এই আমাকে।।


১১/০৪/১৯
১২ঃ০৫ রাত