এ বিরহ রাতে বৃষ্টির সাথে ঝড় এসেছে বলে
জানা হয়নি তো-
তোমার দু'চোখ কেন ভরেছে জলে
ঝিরিঝিরি হাওয়ায় শিস দিয়ে গাওয়া গান আমি করিনি
জানার বায়না কভু আমি ধরিনি
কতটা কাতর হলে মনের ভেতর পুড়ে দাবানলে
আমি মেঘের সাথে সখ্য গড়ি
চাঁদের কাছে যত বায়না ধরি
আমার কোন কথাই তারা নেয়না আমলে
একবারও যদি তাকাতে পারি ওচোখের জলে
নিয়মের পায়ে দেই বেড়ি পরায়ে
কারণ জানতে তার-
এড়াতে পারবে না তা কোন কৌশলে
০৩/০৫/১৮
০১ঃ১৫ রাত