দুঃখ থাকে বুকের ভেতর দুঃখ থাকে মনে
দুঃখ থাকে পরাণ বন্ধুর চোখের গহীনে
একই রকম দুঃখ নিয়ে কোমায় থাকে পাহাড়


দুঃখটাকে আকাশ নীলে ছড়িয়ে দিলাম আমি
নোনাজলের ঢেউয়ের ভেতর নিদারুণ পাগলামি
তুই বন্ধু অন্যের হইলে কষ্ট বাড়ে আমার


দুঃখের শেষ নেই গল্পের এই জীবনে
দুঃখটা বেশ লাগে কারণে অকারণে


যদিবা চাঁদনী রাতে জোছনায় ডুবে যাবি
তারও গহীনে তুই আমায় খুঁজে পাবি
আশার দীপ জ্বেলে দূরে সরিয়ে রাখি বিপুল বিরহের নীল সমাহার


২৪/০৬/১৮
০৬ঃ১০ বিকাল