তোমার দুঃখের কথা ভেবে
বলেছি কি সুখ নেবে
জানিও আমায় চোখের ভাষায়


মুখ দেখে যে কথাটি বুঝেছি
বারবার তার আমি মানে খুঁজেছি
জলের নদী ডুবায়ে ভাসায়


প্রেমিক মানুষ জানে ভালোবাসা কি
প্রেমময় চারিদিকে শুধু প্রিয়ারে দেখি


আছি আমি আছে জল
চোখ করে টলোমল
রয়েছি তারে পাবার আশায়


২৩/০৩/১৯
১২ঃ৪৭ রাত