আমার দু'চোখ জানে তুমি শ্রাবণ নদী
পাহাড় গড়িয়ে শুধু বুকে আঘাত হানো
মারণাস্ত্র এও তুচ্ছ, তা কি জানো?
ফুল আর কাঁটা যদি একই সাথে থাকে
এ বিচ্ছেদের দায় কেন দেব কাঁটাকে
ভ্রমরের মন্ত্রণা যতই থাকুক জড়ানো
পাশেই থাকার পণ, এইটুকু আলাপন
নিমিষেই ভুলে গিয়ে ভাঙ্গো আমার মন
আমি চির একা রই, নিজের ভিতর লুকানো
২২/১০/১৮
১২ঃ৫০ রাত