যারে কই দিলের রাজা
সে বোঝে না মনের রঙ
অতি ভালোবাসা পাইলে
ধরে নানান রকম ঢঙ
হাতে হাতে মোলাকাতে
এমন কারবার দেখি নাই
বিষ মাখানো ছুরি দিয়া
আমার পিঠে মারে ঘাই
কষ্টের কথা কইতে গেলে-
শোনার আগেই ধরে ভঙ
অন্তরেতে কি যাতনা
কইতে গেলে লাগে চোট
ভালোবেসে সর্বহারা
আমরা চলো করি জোট
কলিজাটা যায়রে জ্বলে-
করে না কেউ উপশম
ওই আমি দৌড়াই পাগলা ঘোড়া
রঙ্গ করার মানুষ দেখি আছে জগত জোড়া
দিলের মিলে পাইনা মানুষ
মনের ওপর পড়ে জঙ
২৬/০৪/২০২১
১২ঃ২৫ রাত