তোমার আসতে দেরী
আমার পায়ে বেড়ী
পথ চলা হলো না


তারও আগে যদি
ক্ষয়ে হতো চোখ নদী
বালুচর তারে বলো না


পাই যদি চোখ পেতে
লাল নীল হলদেতে
এক সাথে জুড়ে চলো না


০২/০৫/১৯
০২ঃ৩৫ রাত