তোমার নামটি ধরে
ডেকে যাই উচ্চস্বরে
তবু কেন সাড়া দাওনা?


যতবার ডেকেছি তোমায়
অবিরত মেঘও ডেকে যায়
তুমি কি তা'ও চাওনা!


চাঁদটা আড়াল হলে
জোনাকিরা ওঠে জ্ব'লে
তুমি তার খবর নাওনা?


ভালোবাসা ভুল পথ
লাখো প্রেমিকের অভিমত
তোমারও রইলো তা পাওনা!



১৮/০৫/১৮
১১ঃ৫০ রাত