ডাকলে কাছে তবে ভুল হতো ফুল
পরাণের গহীনে তারে রাখিতাম
পাখি বলে আদরে আদরে ডাকিতাম


কি বিরহ তার মনে থাকে গোপনে
ভেবে মরি দিনমান আমি আনমনে
মেঘের চিত্রকল্পে শুধু তারে আঁকিতাম
জান বলে আদরে আদরে ডাকিতাম


পাইনা তো তার দেখা, খুঁজে ফিরি একা একা
না পাওয়ার বেদনা আমার ভাগ্যে লেখা
স্মৃতির সুবাস নিয়ে গায়ে মাখিতাম
সখি বলে আদরে আদরে ডাকিতাম


০৬/০১/১৯
০১:০০ রাত