ঝরঝর বিষণ্ণ বিকেলবেলায় ডায়েরির পাতা খুলে দেখি
কবিতার কিছু পঙক্তির সাথে শুকনো গোলাপটাও আছে একাকী
তোমার ছোঁয়া লাগা সুবাসিত ঘ্রাণ শুধু ম্লান হয়েছে
আর ভরা বসন্তে কোকিলটা সুর তুলে বিবাগী বনেছে


কথার কথারা থাকে ফুলের থাকে অগণিত বিষাদময় কাঁটা
বিরহ ভুলে যেতে গোধূলির অভিমুখে আমার নিরন্তর একলা হাঁটা
নীড়হারা পাখিদের অভিমান বারবার হার মেনেছে


জল শুধু ভুলে যায় আর কত গভীরে তার ছায়ার সৌধ
চোখের কোটরে থাকে বিচ্ছেদী গল্পের শেষ প্রতিরোধ


ভুলে যেতে চাই বলে ডায়েরিটা তুলে রাখি খানিকটা দূরে
কে যেন ডেকে যায় আমারেও নিতে চায় সাথে করে অচিনপুরে
জীবনের ইতিটুকুও নিজ হাতে লিখে দিতে অশরীরী ডাক মায়ার খোরাক শুধু সে শুনেছে


০১/০৬/১৮
০১ঃ১৩ রাত