চোখে চোখ রেখে যদি বুঝে নিতে পারো
তোমার অপেক্ষায় আছি, নই আর কারো
তুমিই পৃথিবী আমার এও বুঝে নিও


স্বপ্নে সাজাই বাসর পলাশ ফুলে
বহে নদী স্রোতধারা আমি এককুলে
দুইকুল এক হতে সাঁকো জুড়ে দিও


ফাগুন আমেজ রচে আকাশে বাতাসে  
বিরহ জলে তবু দুই চোখ ভাসে
বুকের গহীনে রেখে ভালোবাসিও


২৬-২৭ জুন, ২০১৮