বৃষ্টি এসে কানে কানে
কয়ে গেলো যে কথা
কেন এমন দিনে এ নীরবতা


আজ শ্রাবণ বেলা হয়তো
অবিরত এ বারিধারা শুধু ঝরে পড়া নয়তো
এ যেন আমার দুঃখের সাথে পাল্লা দেয়ার নিদারুণ ব্যাকুলতা


নদীতে ঝর্ণাধারা মিশে না তো আর
পাহাড়ের বুক চিরে নামে শুধু হাহাকার


মেঘে মেঘে বেলা যায়
রয়ে যায় বৃষ্টির কয়ে যাওয়া কথা
তার সাথে একাকার আমার অপারগতা


২৯ এপ্রিল, ২০১৮