আমি যেমন ভালো তেমন ভালো আছি
রোদ্র তাপে নিদয় হলে বৃষ্টিজলে সদয়
ফাগুন কালে রঙের তালে বসন্ত মৌমাছি


আকাশ ভরা তারার মতো নীভেজ্বলা আলো
গভীর গহীন রাতের কালে তোমায় বাসি ভালো
জোছনা রাতে হাওয়ার সাথে পাল্লা দিয়ে বাঁচি


ভালোবেসে অনুরাগে কিছুটা মৌনতা
কথার শেষে অবশেষে বিশেষ নীরবতা


চাওয়া পাওয়ার হয়না বিশেষ রকম ফের
গান বেঁধেছি সুখে থাকার গোপন কৌশলের
তোমার সাথে মুখর প্রাতে এইতো ভালো আছি


৩০/০৩/১৯
০১ঃ০৮