আমার সকাল গেলে অলস পথে
দুপুর গেলে কোনমতে
বিকেল থাকে পাহাড়ে গাঁয় থমকে


সত্য চিনি দমের বাড়ী
মিথ্যা সেথায় খেলো আড়ি
বাঁধার দেয়াল যাই টপকে, এক চমকে


নজরবন্দি নজরদারী চ'লে
উড়তে থাকি পায়ে পায়ে দ'লে
বৃন্দাবনের বংশীটাকে বাজাই, আটকে দমকে


২১/০৮/১৮
০৩ঃ২৯ অপরাহ্ন