আকাশের ওই তারাটিও জানে
ভালোবাসার লাল-নীল মানে
জানে না বন্ধুর পাষাণ মন


একদেশে থাকা এক রাজকন্যা
সেও অপ্সরী অনন্যা
নেই তার কোন রঙিন ভুবন


গল্পে গল্পে শেষ স্বপ্নের রেশ
মনে রেখে চমকিত বেশ
এ কথাটি থাকে না গোপন


০৬/০৫/১৯
০১ঃ২৪ রাত