একাকী এক রাতের আশায় চাঁদকে দিলাম নির্বাসন
তোমায় কাছে পাবার আশে করছিলো মন উচাটন
এমন কৃষ্ণপক্ষ রাতের দিনে রয়ে গেলাম বন্ধু বিনে
কত আগে আইসাছিলো বান্ধব ইয়াদ রাখি নাই
আদর দিতে সোহাগ দিতে আরও কি যে মনে চায়
তারে বেসেছি ভালো এ আমার পিরিতের দায়
চোখের জলে আগুন জ্বলে পোড়ে আমার মনরে
মন বন্ধুয়া কাছে নাই, কোথায় গেলে তারে পাই
মনের কোকিল গাইয়া চলে অবেলার ফাগুনে
চোখের নদী উপচে পড়ে বিরহের সেই গান শুনে
জানাও প্রাণ বন্ধুয়ার সনে আছি তার প্রতীক্ষায়
ফিরে এসো এসো ফিরে এই আকুতি করে যাই
১৪/০৫/১৮
০৬:৩০ সন্ধ্যা