আমি বহুবার বলেছি
ভালোবাসা এক বোকা পাখি
জনম জনম ধরে বৃথাই করে ডাকাডাকি


আমি বারবার বলে যাই
শরতের আকাশে এক রক্তিম গোলাপ খুঁজে পাই
মুগ্ধতায় মেলে ধরি যুগল দু'টি আঁখি


আমি কতকাল পরে
বোকাপাখি আর গোলাপের পথ ধরে
মেঘের শুভ্রতায় পরতে পরতে তোমার প্রতিবিম্ব আঁকি


১৭/০৫/১৮
১২ঃ০৯ রাত