নদীটি মরে গেছে
বালিতে ভরে গেছে বুক
বুক চিরে দেখে নিও কি তার অসুখ
কত ঝড় বয়ে গেছে
প্লাবনে ভরে গেছে চারিধার
পাহাড়টা জানে কি গো কি বেদনা তার
তুমি-আমি বয়ে চলি সুখের অসুখ
মনের নদীতে জল উপচে পড়ে
চোখে পড়েছে ছানি
আমার অসুখ কেবল আমিই জানি
বিরহে যাতনা খুঁজে ফেরে ওই মুখ
১৬/০৮/১৮
১২ঃ২৮ রাত