যেমন আকাশ খোঁজো তেমন আকাশ দেব
জোছনার আলিঙ্গনে তোমায় জড়িয়ে নেব
ঝিরিঝিরি হাওয়ায় হাওয়ায় মাদল হয়ে বাজুক প্রাণ
আজ কোন অভিমান নয় দুজনে শুধু গাইবো গান


না বলা অনেক কথা আলাপে আলাপে বলবো ইশারায়
বাতাসে কান পেতে শুনে নিও এ মন কি যে চায়
কেমন করে প্রাণের মাঝে প্রাণ করে আনচান


সুরে সুরে দূরের তারা নাচবে হেলেদুলে
চাঁদের সাথে কইবে কথা পরাণের আকর খুলে


গানে গানে মায়ার টানে মন যে হারাতে চায়
বিষম দরদী না হলে আমায় কে কাছে পায়
হোক রচনা তবে কোন বিলাসী উপাখ্যান


০৮/০৩/২১
০১ঃ০২ রাত