অনুরোধে গাইতে হলো ভালোবাসার গান
কে জেনেছে আমার পরাণ ভেঙে খানখান
পাড়া পড়শি সবাই কেবল হাসিই দেখেছে


না পাওয়াতে নয় যাতনা, হারানোতে জীবন ফানা
দাবানলের আগুন জ্বলে বুকে কেউ দেখে না
সুখি ভেবে কে আমার জীবনের এই গল্প এঁকেছে


জানি হাজার খুনের পরেও তুমি নিদয় হাসতে পারো
হৃদয় ভাঙ্গার খেলায় জীবন গড়েছ কি কারো?
কোন নেশাতে মত্ত হয়ে মনে এমন ইচ্ছে জেঁকেছে


১১/১০/১৮
০১ঃ৪৫ রাত