আমি ভাবের মানুষ তালাশ করে
ফিরতেছিলাম আপন ঘরে
আপন নিবাস আপন ছাড়া করে হাহাকার
চোখেতে জলে গো জ্বলে বেদনা আমার।।


পর যদি না আপন হয় গো
আপন লোকে কারে কয় গো
উদাসী কই গো তারে মনে হারাবার
চোখেতে জলে গো জ্বলে বেদনা আমার।।


শ্রাবণের মেঘ জানে গো নদীর শোভা ঢেউ
ডিঙি নৌকা ভেসে চলে সাথে নাই মোর কেউ
হাওয়ার গতি করে ক্ষতি দিক হারালে তার
চোখেতে জলে গো জ্বলে বেদনা আমার।।


১৮/০৪/১৯
০২ঃ৩০ রাত